ঐতিহাসিক পদক্ষেপ মোদি সরকারের। সোমবারই দেশজুড়ে সিএএ অর্থাৎ নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। সূত্রের খবর সিএএ জারির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চুড়ান্ত প্রস্তুতি চলছে। আজ সন্ধ্যার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে এই বিষয়ক যাবতীয় নিয়ম কানুন জারি করা হবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে।
এর আগে বিভিন্ন রাজ্য সরকারের বিরোধিতায় এই আইন কার্যকর করা যায়নি। তবে আইন বলবৎ করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের ভূমিকা যথাসম্ভব ন্যুনতম করা হবে। রাজ্যের অসহযোগিতা থাকলে, মাঠে-ময়দানে সিএএ বলবৎ করা সম্ভব হবে না। ফলে, রাজ্য প্রশাসনের পরিকাঠামোকে এড়িয়ে, যথা সম্ভব কেন্দ্রীয় সরকারি পরিকাঠামোকে কাজে লাগিয়ে এই আইন কার্যকর করার চেষ্টা চলছে। সূত্র আরও জানিয়েছে, এদিন রাত দশটার মধ্যেই সিএএ বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
যদিও তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদলগুলি প্রথম থেকেই বলে আসছে, এই আইন অসাংবিধানিক এবং বিভাজনকামী। প্রসঙ্গত ২০১৯ সালে পাশ হওয়া এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতিত সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্ব পাবেন। আপাতত ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। বলাই বাহুল্য ওই তিন দেশের সংখ্যালঘু হিসেবে ভারতে বিবেচিত হবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং জৈনরা।
Be the first to comment