বড়দিনে রাস্তায় নামবে না প্রায় ১০ হাজার অ্যাপ ক্যাব

Spread the love

বড়দিনে রাস্তায় নামবে না প্রায় ১০ হাজার অ্যাপ ক্যাব! রবিবার এই সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপ ক্যাবের মালিক ও চালকেরা। শুধু বড়দিনই নয়, আগামী কাল থেকে তিন দিন চলবে এই ধর্মঘট। অ্যাপ ক্যাব সংস্থাগুলির দুর্ব্যবহারের প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ধর্মঘটকারীরা।

ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারের্টস গিল্ডের জেনারেল সেক্রেটারি ইন্দ্রনীল ব্যানার্জি জানান, সংগঠনের সঙ্গে যুক্ত মালিক ও চালকেরা স্বেচ্ছায় এই ধর্মঘটের ডাক দিয়েছেন। রবিবার দুপুরে সংগঠনের তরফে সল্টলেকের একটি অ্যাপ ক্যাব সংস্থার দফতরে দেখা করতে যায় একটি প্রতিনিধি দল।

অভিযোগ, সংস্থা থেকে অনেক চালকের আইডি ব্লক করে দেওয়া হয়েছে। বড়দিন ও নববর্ষের দিন যাতে পরিষেবা সচল রাখা যায়, তাই আজ চালক ও মালিকেরা ওই অফিসে টাকা জমা দিয়ে আইডি খোলাতে গেছিলেন। কিন্তু, সংস্থার তরফে কোনও রকম কথাই বলা হয়নি। উপরন্তু, পুলিশ এসে তাঁদের বার করে দেয় অফিস থেকে। এর পরেই সংগঠনের প্রতিনিধি দল বাইরে এসে ঘোষণা করে তিন দিন প্রায় ১০ হাজার অ্যাপ ক্যাব চলবে না কলকাতায়।”

এই মুহূর্তে প্রায় ২২ হাজার অ্যাপ ক্যাব চলে শহরে। যার মধ্যে পাঁচ হাজারটি ক্যাব ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারের্টাস গিল্ডের সঙ্গে যুক্ত। ইন্দ্রনীল ব্যানার্জি জানিয়েছেন, তাঁদের সংগঠনের মালিক এবং চালকরা ছাড়াও অন্য বেশ কিছু সংস্থার মালিক ও চালকেরা এই ধর্মঘটকে সমর্থন করে আগামী কাল গাড়ি চালাবেন না। এর ফলে এয়ারপোর্ট, বেহালা, বালিগঞ্জ স্টেশন, ইএম বাইপাস, শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে অ্যাপ ক্যাব পেতে সমস্যা হবে মানুষের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*