নাগরিকত্ব সংশোধনী বিল পরিণত হল আইনে, বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির

Spread the love

লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল (CAB) ৷ ছিল রাষ্ট্রপতির অনুমতির অপেক্ষা ৷ মিলল সেটিও ৷ বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ নাগরিকত্ব সংশোধনী বিল পরিণত হল আইনে ৷ এর ফলে প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু মানুষরা নাগরিকত্ব পাবেন এদেশে ৷

এই আইন অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টান সম্প্রদায়ের যে সব মানুষ ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন ৷ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এদেশে আসা সে সব মানুষদের অবৈধ অনুপ্রবেশকারীর তকমা মুছে দেওয়া হবে ৷

বুধবারই রাজ্যসভায় পাশ হয় এই বিল ৷ তার আগে সোমবার প্রবল বাকবিতণ্ডার মধ্যেই লোকসভাতেও পাশ হয়েছিল এটি ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই বিলটি পেশের পর তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রতিবেশী রাষ্ট্র থেকে আগত সংখ্যালঘুদের সুরক্ষার খাতিরেই ৷ এই বিল পাশের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে অসম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারত ৷ প্রতিবাদ চলছে পশ্চিমবঙ্গেও ৷ ডিব্রুগড়ে এমনই এক মিছিলে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ । প্রাণ হারান একজন । গুয়াহাটিতে আরেকটি মিছিলে পুলিশের গুলিতে মৃত্যু হয় দু’জনের ।

অসমের ১০টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। নামানো হয়েছে আধা-সেনা ৷ অন্যদিকে ত্রিপুরাতেও শুরু হয়েছে সংঘর্ষ ৷ বিক্ষোভকারীদের অবরোধ মিছিলে অ্যাম্বুলেন্স আটকে হাসপাতালে পৌঁছানোর আগেই সিপাহিজালায় মৃত্যু হয়েছে দুই মাসের এক শিশুর ৷ মেঘালয়েও ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই টুইটারে অসমবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমিয়া ভাষায় তিনি লেখেন, ”CAB নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কেউ আপনাদের অধিকার কাড়তে পারবে না ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*