রাজ্য মন্ত্রীসভায় বড়সড় রদবদল, দেখে নিন কে কোন বিভাগের দায়িত্ব পেলেন

Spread the love

রাজ্য মন্ত্রীসভায় বড়সড় রদবদল। মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেছিলেন তিন মন্ত্রী। তাদের দফতর অন্যদের মধ্যে বণ্টনের পাশাপাশি গুরুত্ব কমানো হল শোভন চট্টোপাধ্যায় ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের। গুরুত্ব বাড়ল শুভেন্দু অধিকারী, সৌমেন মহাপাত্র ও মলয় ঘটকের।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অবনী জোয়ারদার, চূড়ামণি মাহাতো ও জেমস কুজুর পদত্যাগ করেছিলেন মমতার মন্ত্রীসভা থেকে। ফলে মন্ত্রীসভায় রদবদল  খুবই জরুরি হয়ে গিয়েছিল। তাই অপেক্ষা না করে বুধবারই রদবদল সেরে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গুরুত্ব কমানো হল। তাঁর অধীন পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হল পরিবহণমমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

একইভাবে গুরুত্ব বাড়ানো হল মলয় ঘটকের। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের অধীন জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব পেলেন মলয় ঘটক। রাজীব বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কমিয়ে সেচ দফতরের দায়িত্ব দেওয়া হল সৌমেন মহাপাত্রকে। সেচ দফতরের পরিবর্তে রাজীব পেলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের দায়িত্ব। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতর ছিল জেমস কুজুর হাতে। সৌমেন মহাপাত্রের জলসম্পদ দফতর পেলেন সুব্রত মুখোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখলেন আদিবাসী উন্নয়ন দফতর। এই দফতরটি ছিল পদত্যাগী মন্ত্রী চূড়ামণি মাহাতোর হাতে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*