এবার স্বাস্থ্যসাথীর আওতায় কেবল অপারেটররা

Spread the love

রফিকুল জামাদার (রিপোর্টার) –
কেবল অপারেটর ও তাদের পরিবারের এবার রাজ্যসরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে আনা হল। শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কেবল টিভি অপারেটরর্স সংগঠনের এক সভায় কেবল অপারেটরদের অভাব অভিযোগ শোনার পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হিসাবে কেবল অপারেটর ইন্ডাস্ট্রিকে নথিভুক্ত করার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্য জুড়ে প্রায় ২৫ হাজার কেবল অপারেটদের সঙ্গে যুক্ত ১ লক্ষ পরিবারের মোট ৭ লক্ষ মানুষ এতে উপকৃত হবে। রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নথিভুক্ত হওয়ার ফলে এই বিশাল সংখ্যক মানুষ পেনশন ও বীমার আওতায় চলে আসবেন।
মুখ্যমন্ত্রী আরো ঘোষণা করেন, মন্ত্রী ফিরহাদ হাকিমকে মাথায় রেখে গঠিত হওয়া “কেবল অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” অপারেটদের সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখবে।
তবে মুখ্যমন্ত্রী এদিন কেবল অপারেটরদের অনুরোধ করেন যাতে সামাজিক সুরক্ষা রক্ষায় যাতে কোনো অনভিপ্রেত খবর বা ছবি না দেখানো হয়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বিভিন্ন চ্যানেল গুলির কাছে আবেদন করেন যাতে তাদের তৈরি করা সিরিয়াল বা ছবি তৈরি করার সময় সামাজিক নিরপত্তার বিষয়টি খেয়াল রাখে। মুখ্যমন্ত্রীর কথায় ” এখন দেখি প্রতিটি সিরিয়ালেই একজনের তিন চারটে বউ।” এগুলিতে সামাজিক অবক্ষয় হয় বলেই মত মুখ্যমন্ত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*