নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য সুখবর দিল ট্রাই (টেলিকম রেগুলেটারি অফ ইন্ডিয়া)। আরও সস্তা হচ্ছে কেবল টিভি৷ এতদিন ১৩০ টাকায় গ্রাহকরা দেখতে পেতেন ১০০টি চ্যানেল৷ এবার ওই একই টাকায় দেখতে পাবেন ২০০টি চ্যানেল৷ গত বছরেই কেবল ও ডিটিএইচ পরিষেবার জন্য নতুন নিয়ম চালু করেছিল ট্রাই। এবার সেই নিয়ম ফের সংশোধন করে নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাই। তাতে আরও সস্তা হচ্ছে টিভি দেখার খরচ৷ আগামী ১ মার্চ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা সব ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৩০ টাকা দিয়ে। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যুক্ত হবে। এতে গ্রাহকরা উপভোগ করতে পারে ২০০টি ফ্রি চ্যানেল। কমিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় কানেকশনের দামও ৷ ফলে গ্রাহকরা ৫০০টি ফ্রি-টু-এয়ার চ্যানেল দেখতে পাবেন মাত্র ১৬০ টাকা দিয়ে। বাড়িতে দ্বিতীয় টিভি থাকলে সেটার জন্য মাত্র ৫২ টাকা দিলেই হবে৷
আগামী ১৫ ও ৩০ জানুয়ারির মধ্যে ব্রডকাস্টার এবং এমএসও অথবা ডিটিএইচ সংস্থাগুলিকে যথাক্রমে প্রতিটি চ্যানেলের আ-লা-কার্ট দর ও চ্যানেল প্যাকের দাম নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করার নির্দেশ দিয়েছে ট্রাই।
নতুন দামে চ্যানেল দেখার সুবিধা গ্রাহকরা পাবে ১ মার্চ থেকে। গ্রাহকের তালিকায় আ-লা-কার্ট বা পে চ্যানেল থাকলে এখনকার মতোই তার মাসুল আলাদা। একটি এইচডি (HD) চ্যানেলকে আগামী দিনেও দু’টি এসডি (SD) চ্যানেলের সমান ধরা হবে।নতুন নিয়মে ব্রডকাস্টারদের ক্যারেজ ফি দিতে হবে ৪ লক্ষ টাকা।
নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও চ্যানেলগুচ্ছের প্যাকে যদি এক বা একাধিক পে-চ্যানেল থাকে, তা হলে ওই প্যাকের দাম পে-চ্যানেলগুলির সম্মিলিত আ-লা-কার্ট দামের দুই-তৃতীয়াংশের বেশি হবে না। অর্থাৎ, ধরা যাক, চারটি চ্যানেলের কোনও প্যাকের দাম ২০ টাকা, যার মধ্যে দুটি বা তিনটি পে-চ্যানেল রয়েছে। সে ক্ষেত্রে ওই দুই বা তিনটি পে চ্যানেলের আ-লা-কার্ট দরের যোগফল সর্বোচ্চ ৩০ টাকা হবে।
একই ভাবে, কোনও চ্যানেলগুচ্ছের প্যাকের দামের থেকে ওই প্যাকের প্রত্যেকটি পে-চ্যানেলের আ-লা-কার্ট দর তিনগুণের বেশি হবে না। এর অর্থ, কোনও চ্যানেলগুচ্ছের প্যাকে যদি তিনটি পে-চ্যানেল থাকে এবং ওই তিনটির গড় দাম হয় ১০ টাকা, সে ক্ষেত্রে আলাদা করে ওই তিনটি পে-চ্যানেলের কোনও একটিরও দাম ৩০ টাকা ছাড়াবে না।
Be the first to comment