বুধবার রাফাল চুক্তি সংক্রান্ত CAG রিপোর্ট পেশ হলো রাজ্যসভায়। রিপোর্টে বলা হয়েছে, রাফাল যুদ্ধবিমানের বর্তমান দাম ইউপিএ সরকারের ঠিক করা দামের থেকে ২.৮ শতাংশ সস্তা। পাশাপাশি ইউপিএ সরকারের সময়ের ১২৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ৩৬টি যুদ্ধবিমান কেনার যে চুক্তি করা হয় তাতে ১৭.০৮ শতাংশ টাকা সাশ্রয় করা গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, পুরোনো চুক্তিতে সেই সময়ে রাফাল ডেলিভারির যে কথা ছিল তার থেকে নতুন চুক্তিতে পাঁচ মাস আগেই প্রথম ১৮টি বিমান হাতে পাবে ভারত।
এদিকে CAG রিপোর্টকে কেন্দ্র করে এদিন উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীরা হট্টগোল শুরু করে। রিপোর্টকে পক্ষপাততুষ্ট বলে দাবি করে বিরোধীরা। তাদের দাবি, পেশ করা CAG রিপোর্টে রাফাল চুক্তি সংক্রান্ত বাস্তব কোনও তথ্য তুলে ধরা হয়নি।
Be the first to comment