শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোথাবাড়ি প্রবেশ করতে পারবেন কিনা সেই মামলার শুনানি হয় আজ।সেই অনুযায়ী হাইকোর্টের অনুমতিতে মালদহের মোথাবাড়ি যাওয়ার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তবে হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে নন্দীগ্রামের বিধায়ককে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। আগামী ১১ এপ্রিল তিনি মোথাবাড়ি যেতে পারবেন। সেই নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসে মালদহের মোথাবাড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল গোষ্ঠী সংঘর্ষে। সেই ইস্যুতে বিজেপির নেতারা একাধিক কর্মসূচি নিয়েছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিজেপি নেতৃত্বকে মোথাবাড়ি যাওয়ার ক্ষেত্রে পুলিশ বাধা দিয়েছে। সেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোথাবাড়ি যেতে চেয়েছিলেন। পথেই তিনি পুলিশের বাধা পান বলে অভিযোগ। এরপরই মোথাবাড়ি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী।
আজ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১১ ই এপ্রিল শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যেতে পারবেন। শর্তানুযায়ী শুভেন্দুর সঙ্গে নিরাপত্তারক্ষী থাকবে এবং পুলিশ প্রশাসনকে কনভয়ের তথ্য জানাতে হবে। পুলিশ সুপার পুরো পরিস্থিতির ওপর নজর রাখবেন এবং মোথাবাড়িতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, পরিস্থিতি কোনওভাবে সমস্যা তৈরি করলে ফোর্স পাঠিয়ে ব্যবস্থা নিতে হবে। তবে, কোনও মিছিলের অনুমতি দেওয়া হবে না। এছাড়া মোথাবাড়ি গিয়েও কোনও রাজনৈতিক ভাষণ দিতে বা মন্তব্য করতে পারবেন না শুভেন্দু।
মোথাবাড়ির চারটি অঞ্চলে শুভেন্দু যেতে চেয়েছিলেন। সেই চারটে জায়গাতেই আদালত যাওয়ার ছাড়পত্র দিয়েছে। তবে বিরোধী দলনেতা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারবেন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত তিনি মোথাবাড়ি থাকতে পারবেন। সেই কথা আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*