বর্ধমানে শর্তসাপেক্ষে মোহন ভাগবতকে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেক্স: আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা সভার অনুমতি দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণ, সভার দিনটি রবিবার। সভার সময়ও মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিট। কলকাতা হাইকোর্টের মনে হয় না সভার আয়োজনে কারও অসুবিধা হবে। শান্তিপূর্ণভাবে সভার আয়োজন করতে হবে। মাইকের শব্দ যাতে কারও সমস্যার কারণ না হয় তাও খেয়াল রাখতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
এদিন আইনজীবী ধীরজ ত্রিবেদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পক্ষে বলেন, “সভাস্থলের এক-দেড় কিলোমিটারের মধ্যে কোনও স্কুল নেই। অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আগেই সভার অনুমতি দিয়েছে। কিন্তু মোহন ভাগবত জেড ক্যাটেগরির নিরাপত্তা পান বলে পুলিশকে আমরা আনুষ্ঠানিকভাবে একটা চিঠি দিয়েছিলাম। আগামী রবিবার, ১৬ ফেব্রুয়ারি ১১টা থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত সভায় উপস্থিত থাকবেন মোহন ভাগবত।”
তিনি আরও জানান, মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে পুলিশ অনুমতি দিতে রাজি হয়নি। সভার জায়গাটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার। প্রায় ৫০ বিঘা মাঠের একটা ছোট অংশে সভা হবে। সেখানে বসত বাড়ি নেই। কাছাকাছি দু’টি স্কুল আছে। একটা দেড় কিলোমিটার দূরে এবং অন্যটি প্রায় দু’কিলোমিটার দূরে। স্পোর্টিস অথরিটি আগেই সভা করার অনুমতি দিয়েছে। এরপর এদিনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সভার অনুমতি দেন।
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য লাউডস্পিকার বাজানোর উপর স্থগিতাদেশ জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরীক্ষা শেষ না-হওয়া পর্যন্ত লাউডস্পিকার বাজানো যাবে না। শুধুমাত্র সাউন্ডবক্স চালানো যাবে। ৫০০ মিটারের মধ্যে একটি স্কুল আছে। আরেকটি স্কুল দেড় কিলোমিটারের মধ্যে। সভায় ১০ হাজার লোক হতে পারে। ৪০টি মাইক লাগানোর আবেদন জানানো হয়েছে।” বিচারপতি অমৃতা সিনহা শুনানিতে বলেন, “মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের প্রোগ্রাম। লোকসংখ্যা কমালে এবং লাউডস্পিকার আর মাইক কমালে তো আর ঝামেলা থাকে না? তাছাড়া রবিবার পরীক্ষা থাকে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*