
রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী সোমবার (২৮ এপ্রিল) প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ মামলাটি শুনবে। এর আগে ৭ এপ্রিল মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। ফলে মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে চলে যায়। এদিন ওই মামলার শুনানির নতুন তারিখ ও বেঞ্চ নির্ধারণ করা হয়েছে।
২০১৪-র টেটের ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিয়োগ হয়। সেই নিয়োগে উঠেছে দুর্নীতির অভিযোগ। ২০২৩ সালের মে মাসে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। বিচারপতি সেন এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে গত সোমবার প্রাথমিকের চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি সেন সরে দাঁড়ানোয় তৈরি হয় জটিলতা। এর ফলে পিছিয়ে যায় শুনানি। এদিন হাইকোর্ট জানিয়েছে, ২৮ এপ্রিল মামলার শুনানি হবে।
Be the first to comment