এবার ক্যান্সার চিকিৎসায় অত্যাধুনিক মেশিন বসছে কলকাতা মেডিক্যল কলেজ হাসপাতালে। “লাইন্যাক ট্রুবিম” ( linac truebeam) নামে এই মেশিনটি হল্যান্ড থেকে আনা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে । চালু হবে খুব শীঘ্রই। ১ মাসের মধ্যে মেশিনটি ইনস্টল হবার কাজ শেষ হবে। শহরে একমাত্র বেসরকারি হাসপাতাল রাজারহাট টাটা মেমোরিয়া ক্যান্সার সেন্টারে এই মেশিনটি ছিলো। কিন্তু এখানে চিকিৎসার খরচ খুব বেশি। গরিব মানুষরা এত টাকা দিয়ে এখানে চিকিৎসা করাতে পারতেন না। কিন্তু কলকাতা মেডিক্যল কলেজ হাসপাতালে একেবারে বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন হাসপাতালের সাধারণ রুগিরা। কলকাতা মেডিক্যল কলেজ হাসপাতালের রেডিও থ্যেরাপি বিভাগ সূত্রে এই খবর জানা গিয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, একমাত্র এই মেশিনের মাধ্যমে চেন্নাই, চন্ডীগড় ও ভেলরে এই মেশিনের সাহার্যে চিকিৎসা হত। কিন্তু এবার অত্যাধুনিক এই মেশিনটি কলকাতা মেডিক্যল কলেজ, NRS হাসপাতাল ও SSKM হাসপাতালে বসানো হবে। তবে প্রথম ধাপে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মেশিন বসানো হবে। দ্বিতীয় ধাপে SSKM ও NRS হাসপাতালে এই মেশিনটি বসানো হবে।
ক্যান্সার চিকিৎসায় এই মেশিনটি দেশের বিভিন্ন জায়গায় ও করপোরেট জায়গায় চলছে। এই আধুনিক মানের মেশিনের মাধ্যমে চিকিৎসা হলে ক্যান্সার আক্রান্ত রুগির গুনগত মানের চিকিৎসা হবে। আর সেই রুগি কিছুদিন পরও এই রোগের অন্য কোনও সমস্যা হবে না। শুধু টিউমার ছাড়াও অন্য সব ক্যন্সারের অন্য ধরণের চিকিৎসা দ্রুত করা যাবে। এই লিন্যাক যন্ত্রের মাধ্যমে কেবল মাত্র টিউমার যেখানে হয়েছে সেই জায়গাটিতে চিকিৎসা করা যাবে। তার বাইরে জায়গাটা অন্য কোনও সমস্যা হবে না।
রেডিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান শ্যামল কুমার সরকার বলেন, “ এটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের খুব বড় উদ্যোগ। কলকাতা মেডিক্যল কলেজ এর মেশিনটি চালু হলে ক্যান্সার চিকিৎসায় একটা নতূন দিগন্ত খুলে যাবে। আর বহু গরিব মানুষ এখানে অত্যাধুনিক মানের চিকিৎসা পাবেন। এটা খুবই যুগান্তকারী ঘটনা হবে। এই মেশিনের সাহায্যে ছোট খাট টিউমারও খুব ভালো ভাবে চিকিৎসা করতে পারব। এই মেশিনের চিকিৎসা শুরু হলে খুব দ্রুত পরিমানে রুগিদের সুস্থ্য হবার পরিমানটির অনেক বেড়ে যাবে। এটা আমাদের হাতে একটা বিরাট অস্ত্র যা দিয়ে আমরা আমজনতার চিকিৎসা করাতে পারবো। এই মেশিনটি হল্যান্ড ও ডেনমার্ক থেকে নিয়ে আসা হচ্ছে।”
Be the first to comment