ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুকবাজের হামলা, মৃত ট্রাফিক পুলিশ

Spread the love

ক্রিসমাসের রাত।বুধবার ব্যস্ত ক্যালিফোর্নিয়ার হাইওয়েতে হঠাৎই কয়েকজন বন্দুকবাজ হামলা করে। সেই সময় ক্যালিফোর্নিয়ার রাস্তার ট্রাফিক সামলাচ্ছিলেন ভারতীয় পুলিশ অফিসার  রনিল সিং। জানা যাচ্ছে, বন্দুকবাজরা গাড়ি থামিয়ে রনিল সিংকে টার্গেট করে গুলি ছোড়ে। কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রনিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

৩৩ বছরের রনিল ফিজির থেকে আমেরিকায় চলে আসেন কয়েকবছর আগেই। গত সাত বছর ধরে নিউম্যান পুলিশ ডিপার্টমেন্টে আধিকারিক পদে কর্মরত ছিলেন। ক্যালিফোর্নিয়াতেই স্ত্রী অনামিকা ও পাঁচ মাসের শিশুকে নিয়ে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছিলেন। রনিলের কাছের বন্ধু ও আরও এক ভারতীয় পুলিশ আধিকারিক রাজ সিং জানাচ্ছেন, ক্রিসমাসে ট্রাফিকের বিশেষ নজরদারির দায়িত্বে ছিলেন রনিল সিং। ওভারডিউটি দিচ্ছিলেন তিনি। তাঁকে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

সেই সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। মনে করা হচ্ছে, রনিল সিংকে মারতেই ব্যস্ত রাস্তায় হামলা চালায় সশস্ত্র বন্দুকবাজরা। ঘটনায় হতবাক গোটা নিউম্যান পুলিশ ডিপার্টমেন্ট। কারণ, রনিলের কোনওরকম শত্রু ছিল না বলে দবি করছেন তাঁরা। প্রতিশোধ নিতে খুন কি না সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজে বন্দুকবাজদের মুখ বেশ অস্পষ্ট। তাঁদের খোঁজে পুলিশ।

রনিলের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। শোক প্রকাশ করেছে নিউয়র্ক পুলিশের ভারতীয় সোসাইটি। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রনিল সিংয়ের শেষ কৃত্য সম্পন্ন হবে বলে ঘোষণা করেছেন ক্যালিফোর্ণিয়ার গভর্নর। কর্তব্যরত অবস্থায় ভারতীয় পুলিশ অফিসারের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুকে সম্মান জানাতেই  ক্যালিফোর্নিয়া প্রশাসনের এই উদ্যোগ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও স্ত্রীর সঙ্গে ক্রিসমাস ইভে ছবি তুলেছিলেন রনিল। তারপরেই ওভার ডিউটি দিতে বেরিয়ে যান, আর ফেরেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*