বিশেষ প্রতিনিধি,
মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজ অ্যানালিটিকা তাদের সবকটি সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এই সংস্থার জনক ব্রিটিশ কোম্পানি এসসিএল ইলেকশনস লিমিটেড।
অ্যানালিটিকা জানিয়েছে, তথ্য ফাঁসের অভিযোগ সামনে আসায় তাদের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে, মুখ ফিরিয়েছেন পরিষেবা গ্রহণকারীরা। পাশাপাশি আইনি কাজকর্মের আকাশছোঁয়া খরচও আর সামাল দিতে পারছে না তারা। ফলে নিজেদের দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে।
একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেমব্রিজ জানায়, অনলাইন বিজ্ঞপ্তিগুলির বিরুদ্ধে সংস্থা খুব শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবে এবং মানহানির মামলা দায়ের করবে। শুধু মার্কিনীদের নয়, ইন্দোনেশিয়া, ব্রিটেন এবং ভারতও সেই তালিকায় ছিল বলে জানা যায়।
কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-র শুরু থেকে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করেছে তারা। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসার পর তাদের ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে বলে খবর।
Be the first to comment