ইডি-এর তদন্তে কেউ অসুস্থ হলে তৃণমূল ছেড়ে কথা বলবে না! তোপ চন্দ্রিমার

Spread the love

তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের বিরাট জমায়েত দেখে ভয় পেয়েছে বিজেপি! আর সেই কারণে রাত থেকেই সক্রিয়তা বেড়েছে কেন্দ্রীয় এজেন্সির। শুক্রবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন দলের অন্যতম নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, বিরোধীদের দমন করতেই ইডি-এর এই সক্রিয়তা ৷

চন্দ্রিমার বক্তব্য হল, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব বিষয়ে প্রতিবাদ করেন, সেটা কোনওভাবেই বিজেপি-র পছন্দ নয় ৷ বৃহস্পতিবার একটা বিরাট সমাবেশ হয়েছে ৷ যা দেশের অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষে ভাবাই সম্ভব নয় ৷ গতকালের বিরাট সমাবেশ দেখেই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি ৷ গত রাত থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল ৷ জনগণের মন ঘোরানোর জন্যই এসব করানো হচ্ছে ৷

প্রসঙ্গত, বৃহস্পতিবার ২১ জুলাইয়ের সমাবেশের পর শুক্রবার সকাল থেকেই তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি-সহ মোট ১৯টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি ৷ পার্থকে ম্যারাথন জেরা করা হয়েছে ৷ যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি সূত্রের ৷ তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷

এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলেই দাবি করছে রাজ্যের শাসকদল ৷ এদিন সকালেই এ নিয়ে সরব হয়েছিলেন ফিরহাদ হাকিম ৷ আর বিকেলে প্রতিবাদে মুখ খুললেন চন্দ্রিমা ৷ তিনি বলেন, এদিন জেরার মুখে অসুস্থ হয়ে পড়েন পার্থ ৷ চন্দ্রিমার হুঁশিয়ারি, কেন্দ্রের এই প্রতিহিংসামূলক আচরণে দলের কোনও নেতা বা কর্মীর যদি শারীরিক বা মানসিক ক্ষতি হয়, তাহলে তার জন্য কেবলমাত্র ইডি আর সিবিআই দায়ী থাকবে ৷ তখন তৃণমূলও ছেড়ে কথা বলবে না !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*