অশান্ত ক্যানিং! বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষ! গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, আটক ১৪

Spread the love

পঞ্চায়েত ভোটের মনোনয়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ক্যানিং। এদিন সকাল থেকে তৃণমূল নেতা শৈবাল লাহিড়ীর নেতৃত্বে হাসপাতাল মোড়ে ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে তৃণমূল। তা থেকেই অশান্তি ছড়ায় এলাকায়। ব্যাট ও উইকেট নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী।তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

বহিরাগত দুষ্কৃতী মনোনয়নে বাধা দিতে পারে, এই আশঙ্কায় সকাল থেকে শুরু হয় তৃণমূলের পথ অবরোধ। ১৪৪ ধারা অগ্রাহ্য করে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে এই অবরোধ চলতে থাকে। পরে রণক্ষেত্রের চেহারা নেয় ক্যানিং হাসপাতাল মোড়। মনোনয়ন জমা করতে আসা এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। সুনীল হাওলাদার নামে ওই ব্যক্তি জানান, তিনি মাদার তৃণমূলের সমর্থক। এদিন মনোনয়ন জমা দিতে এসেছিলেন।

সংঘর্ষ ঠেকাতে ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে পুলিশবাহিনী লাঠি নিয়ে তেড়ে যায়।পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের ঘায়ে জখম হন এসডিপিও-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। গন্ডগোলের ছবি তুলতে গেলে মারধর করা হয় তাঁদের। পরে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*