
রোজদিন ডেস্ক, কলকাতা :- সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকরা। এই বিপুল সংখ্যার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের রায় বাগিনি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং-ও রয়েছেন। বৃহস্পতিবার চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ইতিহাসের শিক্ষিকা। তার এই কাণ্ডে রীতিমতো শিহরিত পরিবার।
চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা! সুইসাইড নোটও লিখেছেন ইতিহাস শিক্ষিকা pic.twitter.com/7M5r6VC88L
— TOB DIGITAL (@DigitalTob) April 4, 2025
সুইসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিক্ষিকা।তাঁর চিঠিতে উঠে এসেছে পাওনাদারদের অসহ্য চাপের কথা। সঙ্গে তিনি জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলেন। শুরু করেছিলেন শূন্য থেকে। জীবনে আসা নতুন মানুষ ও বাবা-মাকে জীবনে নিয়ে দিব্যি কাটছিল জীবন। কিন্তু চাকরি যাওয়ার পর থেকে শুরু হয় পাওনাদারদের হামলা। চিঠিতে কয়েকজনের নাম ও ফোন নাম্বার উল্লেখ করে দিয়েছেন তিনি।
তিনি পাওনাদারদের চাপ সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে জানান। তবে শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তাকে বাঁচিয়ে নিয়েছেন। তড়িঘড়ি ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
জানা গিয়েছে, ক্যানিংয়ের রায় বাঘিনী হাই স্কুলের ওই শিক্ষিকা মেদিনীপুরের বাসিন্দা। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ক্যানিং এই নবপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বৃহস্পতিবার সুপ্রিম শুনানি শুনে তিনি ভেঙে পড়েন। বাড়ির মালিকের শিক্ষিকার কিছু ব্যবহারে সন্দেহ হয়। এরপরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় অচৈতন্য রুম্পা।
Be the first to comment