রাতের অন্ধকারে ফুটপাথবাসীদের জীবন যে বড়ই বিপজ্জনক আবারও প্রমাণ মিলল তার। তীব্র গতিতে ধেয়ে এল এক বিলাসবহুল বিএমডব্লু গাড়ি। এবং ঝড়ের গতিতে উড়ে আসা ওই গাড়ির আঘাতে আহত হলেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের রে রোডে। পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। বাণীজ্য নগরীর রে রোডের ফুটপাথে তখন শুয়ে ছিলেন বেশ কিছু মানুষ। আচমকাই তীব্র গতিতে ছুটে আসে একটি বিএমডব্লু। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে একটি পুলিশের গাড়ি। অপরাধী হাতছাড়া হয়ে যাওয়ার আগেই তাকে পাকড়াও করতে তৎপর ছিল মুম্বই পুলিশ। কিন্তু প্রচন্ড স্পিড তুলে ঘটনাস্থল থেকে বিলাসবহুল গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।
তবে প্রবাদে আছে বাঘে ছুঁলে আঠারো ঘা আর পুলিশে ছুঁলে ছত্রিশ। এক্ষেত্রেও হলো ঠিক তাই। পুলিশের জালে পাকড়াও হলো ওই বিএমডব্লুয়ের চালক। কিন্তু পুলিশকে সাহায্য করল পথচলতি কিছু গাড়ি। প্রায় ৪ কিলোমিটার ধাওয়া করে পুলিশ এবং ওই গাড়িগুলি পাকড়াও করে ঘাতক গাড়িটিকে। তারপর গাড়ি থেকে নামিয়ে আনে চালককে। স্থানীয় উন্মত্ত জনতা খানিক ধোলাইও দেয় অভিযুক্তকে। তারা ওই গাড়ির কাঁচও ভেঙে দেয়। তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক মেহেমুদ আলম। পুলিশ আরও জানিয়েছে, একদিন আগেই দুবাই গিয়েছেন গাড়ির মালিক। এবং যাওয়ার আগে চাবি দিয়ে গিয়েছেন আলমকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান সংরহ করেছে পুলিশ। তাঁর ভিত্তিতেই ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Be the first to comment