পড়াশুনার পর অস্ট্রেলিয়ায় চাকরী-বাকরীর সুযোগ যথেষ্ট

Spread the love

অস্ট্রেলিয়া সম্পর্কে অনেক ভারতীয়র ধারনা স্বচ্ছ নয়। অস্ট্রেলিয়াতে গিয়ে এই লেখকের অভিজ্ঞতা, অস্ট্রেলিয়ায় পড়াশুনোর পরিবেশ আমেরিকার চেয়েও ভালো। অপুর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, লোকজনের সংখ্যা কম। গত চার দশক ধরে অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশ থেকে প্রচুর অভিভাষিক আসায় অস্ট্রেলিয়ায় কোন বর্ণ বিদ্বেষ এতো দিন ছিল না। সম্প্রতি কয়েকটি ঘটনা ঘটেছে। প্রচুর ভারতীয় এবং বাঙালি সেখানে পাকাপাকি ভাবে বাস করছেন। আর অস্ট্রেলিয়ায় ক্যাম্পাসগুলি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা আদলে তৈরী হয়েছে। কতগুলি বিষয় যেমন : Environmental studies, Management শিক্ষায় অস্ট্রেলিয়ার এখন বেশ নাম। অস্ট্রেলিয়া বিশাল দেশ। মোট ৩৯টি বিশ্ববিদ্যালয় আছে সে দেশে। তবে তুলনামূলক ভাবে সব বিশ্ববিদ্যালয়েই ছাত্রছাত্রীর সংখ্যা কম। অস্ট্রেলিয়া ১০০টি Business school আছে। আন্তর্জাতিক ছেলে মেয়েরাই সেখানে বেশি পড়ে। পড়াশুনার পর অস্ট্রেলিয়ায় চাকরী-বাকরীর সুযোগ যথেষ্ট। বিশেষ করে ডাক্তার, ডেন্টিস্ট, নার্সিং প্রভৃতি বিষয়ে চাকরীর যথেষ্ট সুযোগ রয়েছে। যারা Biotechnology Environmental Studies, Dairy Technology প্রভৃতি বিষয় নিয়ে পড়তে চান, তাঁদের বলব অস্ট্রেলিয়ার যেকোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করতে। অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশে পড়াশুনার ব্যাপারে বিশদ জানতে লগ ইন করুন www.idp.com/excellenceautrat-এ।

লেখক – ড. পার্থ চট্টোপাধ্যায়

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*