আজ বিকেল চারটেয় শুরু হবে এবছরের দুর্গাপুজো কার্নিভাল। আর কিছুক্ষণের মধ্যেই ঢাকের আওয়াজ, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোতে ঝলমল করে উঠবে রেড রোড চত্বর।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সূচনা হবে এই কার্নিভালের। উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। কার্নিভাল দেখতে দেশ-বিদেশের বহু অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও রেড রোডে দর্শন আসনে থাকবেন বিভিন্ন রাষ্ট্রদূতরা। টলিউডের একঝাঁক তারকার উপস্থিতিও নজর কাড়বে দর্শকদের।
পুজো কার্নিভালে এবারের থিম “রাঙামাটির বাংলা”। মূল মঞ্চে টেরাকোটার কাজ করা হয়েছে। ঠাকুরদালানের আদলে বানানো হয়েছে মূল মঞ্চ।পুজো কার্নিভালে এবার ৭২টি পুজো অংশ নিচ্ছে। প্রত্যেক পুজো কমিটি ২ মিনিট করে পারফর্ম করার সময় পাবেন। রেড রোডে পুজো কার্নিভাল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওয়াচটাওয়ার থেকে নজরদারি চালানো হবে। রেড রোডে কার্নিভালের জেরে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
Be the first to comment