পঞ্চায়েত ও পরিবহণ দফতরে নোটিশ পাঠালো সিবিআই

Spread the love

নারদা তদন্তে সাক্ষী গোছানোর কাজ পুরোদমে শুরু করে দিলো সিবিআই। কলকাতা কর্পোরেশনের পর এবার পরিবহন দপ্তর ও পঞ্চায়েত দপ্তরে নোটিশ পাঠালেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে এই খবরই পাওয়া গেছে। তদন্তকারীরা জেরা করতে চান, পঞ্চায়েত ও পরিবহন দপ্তরের কয়েকজন কর্তাকে। সূত্রের খবর, নারদকাণ্ডে অভিযুক্ত মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়ের বিষয়ে খোঁজখবর নিতেই এই নোটিশ । তবে যে সময় এই ঘটনা ঘটেছিল, তখন সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রী আর মদন মিত্র পরিবহন মন্ত্রী ছিলেন।

পাশাপাশি কলকাতা কর্পোরেশনের চার কর্মীকে ডাকা হয়েছে। কিন্তু তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ ম্যাথুকে নিয়ে ২০১৪ সালে সুব্রতবাবুর বাড়িতে গিয়েছিলেন। তদন্তকারীদের কাছে ম্যাথু একথা জানিয়েছেন। তাঁর দাবি, সে দিন প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন সুব্রতকে। তদন্তকারীদের দাবি স্ট্রিং অপারেশনের ফুটেজও বলছে তেমনই। ইতিমধ্যেই সুব্রত মুখোপাধ্যায়কে জেরা করেছে। দু’দফায় জেরা করা হয় তাঁকে। তাঁর বয়ানের ভিডিয়ো রেকর্ডিংও করা হয়। তবে তাঁর বিষয়ে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের থেকে কী জানতে চায় সিবিআই তা এখনও পরিষ্কার নয়।

সিবিআই সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে পরিবহন ও পঞ্চায়েত দপ্তরের কয়েকজন কর্তাকে হাজির হতে বলা হয়েছে নিজাম প্যালেসে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*