চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে উঠে এলো রাজীব ঘনিষ্ঠ এক পুলিসকর্তার নাম

Spread the love

চিটফান্ড তদন্তে এবার উঠে এলো আরও এক পুলিস কর্তার নাম। চিটফান্ড মামলার তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমে ছিলেন তিনি। সেই সময় তিনি ছিলেন সিআইডির স্পেশাল সুপার। সেই পুলিস কর্তা মির ওয়াকার রেজাকে এবার নোটিস দিল সিবিআই। চাওয়া হয়েছে সেই সময়কার কিছু নথি।

সিবিআই সূত্রে খবর, শনিবার সিবিআইয়ের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ডিসি পোর্ট মির ওয়াকার রেজাকে। ওই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, বছর তিনেক আগে তিনি যখন সিআইডির স্পেশাল সুপার ছিলেন তখন তাঁর সঙ্গে শুল্ক দফতরের একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজী কুমারও। সেই মিটিং আলোচনার বিস্তারিত নথি চাওয়া হয়েছে মির ওয়াকার রেজার কাছ থেকে।

শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে মেইল করে ওয়াকার রেজাকে ওই চিঠি দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি সিবিআইয়ের কাছে জমা দিতে বলা হয়েছে। তবে ওয়াকার রেজা ওই ধরনের কোনও চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।

সিবিআই সূত্রে খবর, কলকাতা পুলিসের কমিশনার থাকাকালীন বেশ কয়েকজন আইপিএস অফিসারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রাজীব কুমারের। তাদের মধ্যে রেয়েছেন এই ওয়াকার রেজাও। তিনি রাজীবের খুবই কাছের মানুষ ছিলেন বলে জানা যাচ্ছে।

এদিকে, শনিবার আলিপুর কোর্টে রাজীব কুমারের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তারপর রবিবার হলেও যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে সল্টলেকের সিবিআই দফতরে। জানা যাচ্ছে আজ কমপক্ষে ৫টি টিম সিজিও কমপ্লক্সে থেকে বেরিয়ে শহরের বিভিন্ন জায়গায় রাজীব কুমারের খোঁজে হানা দিতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*