কয়লাপাচার কাণ্ডে সিবিআই নোটিস পাঠালো কলকাতার এক শিল্পপতিকে ৷ নাম অমিত আগরওয়াল ৷ চলতি সপ্তাহে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো।
সম্প্রতি কলকাতায় কয়লাকাণ্ডের তল্লাশি অভিযানে বেরিয়ে অমিত আগরওয়ালের বাড়িতে যান গোয়েন্দারা ৷ একাধিকবার তল্লাশি চালানো হয় ৷ পাশাপাশি কলকাতার শেক্সপিয়ার সরণিতে অবস্থিত তাদের অফিসেও তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা । তল্লাশি চালিয়ে বেশকিছু হার্ডডিস্ক পেন ড্রাইভ এবং নথিপত্র বাজেয়াপ্ত করেছিলেন তাঁরা। সিবিআই সূত্রে খবর, অমিত আগরওয়াল পেশায় শিল্পপতি হলেও কয়লাকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার অত্যন্ত ঘনিষ্ঠ ।
সিবিআই গোয়েন্দাদের ধারণা, অনুপ মাঝির কাছ থেকে অবৈধ ভাবে কয়লা কিনে নিত ওই শিল্পপতি । এরপর তা বাজারে বিক্রি করা হত ৷ এইভাবেই তারা কালো টাকা সাদা করত বলে অনুমান ৷
সূত্রের খবর, পুরো প্রক্রিয়াটি জানতেই সিবিআইয়ের অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
Be the first to comment