অমৃতা ঘোষ:-
সন্দীপ ঘোষ কে গ্রেফতার করল সিবিআই। আর এই খবরে উচ্ছ্বসিত জুনিয়র ডাক্তাররা।
গত ৯ অগস্ট সকালে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ মেলে। কলকাতা শহরের বুকে একটি সরকারি মেডিক্যাল কলেজের ভিতরে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। বিক্ষোভ ছড়ায় দেশেও।
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে আজ দুপুর থেকেই জুনিয়র ডাক্তাররা লালবাজারের সামনে অবস্থান করছেন ।
সন্ধের পর সেখানেই খবর পৌঁছে যায় আরজি কর মেডিক্যালে দুর্নীতির নানাবিধ অপকর্ম এর অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই খবর শুনেই আনন্দে উচ্ছসিত হয়ে পড়েন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলি উঠছিল তা নতুন করে প্রকাশ্যে আসে। এমনই আবহে তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র ছাত্রীরা।
কলকাতা পুলিশের কাছ থেকে সমস্ত নথি যায় সিবিআইয়ের হাতে। তারপরেই গত ১৫ অগস্ট থেকে লাগাতার সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়ে জেরা করেছে সিবিআই। তল্লাশি হয়েছে তাঁর বাড়িতেও। আর আজ তাঁকে গ্রেপ্তার করলো সিবিআই।
Be the first to comment