কয়লা পাচারকাণ্ডে এবার চাপ বাড়ল রাজ্য পুলিশের উপরে। ডিরেক্টর সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে কয়লাকাণ্ডের তদন্তে তলব করল সিবিআই। এই নিয়ে চিঠি দেওয়া হল ডিজিকে। আগামী ৪ মে জ্ঞানবন্ত সিংকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
সিবিআই আগেই জানিয়েছিল, কয়লা-কাণ্ডের শিকড় অনেক গভীরে। তদন্ত করতে গিয়ে যাঁদের নাম সামনে আসছে, তাঁদের একটি তালিকা বানিয়েছে সিবিআই। সেই তালিকা অনুযায়ী, পুলিশ আধিকারিকদের ডেকে পাঠানো হচ্ছে ও জেরা চলছে।
উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডের তদন্তে গত ১২ এপ্রিল বাঁকুড়ার পুলিস সুপার কোটেশ্বর রাওকে তলব করে সিবিআইJ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর, কয়লাকাণ্ডে অভিযুক্তদের বাড়িতে তল্লাসি চালিয়ে যেসব নথি পাওয়া গিয়েছে সেখানে কোটেশ্বর রাওয়ের নাম পাওয়া গিয়েছে।
Be the first to comment