রোজদিন ডেস্ক:-
আর জি কর কান্ডের জেরে সি বি আই কমপ্লেক্স এ এবার তলব পড়লো পানাহাটির বিধায়ক নির্মল ঘোষের । সুত্র মারফৎ জানা গিয়েছে, অভয়ার দেহ সৎকারের ব্যাপারে হয়তো বা নির্মল ঘোষের ভূমিকা থাকলেও থাকতে পারে। এব্যাপারে এখনই স্পষ্ট ভাবে কিছু জানা যাচ্ছে না, তবে সি বি আই এর জেরার মুখে আর জি কর কান্ডের কোনো নতুন দিক উন্মোচিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
কিন্তু এবিষয়ে পানিহাটির বিষয়ক উল্টো সুর গাইছেন, তাঁর কথা মত তিনি জানেনই না, সি বি আই কেন তাঁকে ডেকেছে। তিনি আরো বলেন তাঁর এলাকার ঘটনা এটা, তাই হয়ত তলব করেছে।
কিন্তু তড়িঘড়ি অভয়ার মৃতদেহ সৎকারের ব্যাপারে ঘটনার দিন শ্মশান ঘাটে সশরীরে তাঁকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। যথারীতি সেই ভিডিও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন।
সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনি জানান একজন নাগরিক হিসেবে, স্থানীয় মানুষ হিসেবে,একজন জনগণের নেতা হিসেবে তিনি কি সেখানে যেতে পরেন না?
যাইহোক সমস্ত প্রশ্ন -উত্তর হয়তো সকলের সামনে আসবে, সবটাই ক্রমশঃ প্রকাশ্য!
Be the first to comment