রোজদিন ডেস্ক:-
আজ বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে সিবিআই তলব করলেন মীনাক্ষী মুখার্জিকে। যদিও এর আগেও মীনাক্ষী কে সিবিআই তলব করেছিল কিছু রাজনৈতিক কারণের জন্য কিন্তু সেখানে তখন তিনি অনুপস্থিত ছিলেন। ফের একবার আজ সিবিআই তাকে ডেকে পাঠালেন কিন্তু এবার তা আর জি করের চিকিৎসকের মৃত্যু সংক্রান্ত বিষয়।
গত ৯ আগস্ট আরজি করে জুনিয়ার তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের জন্য বিগত ৪০ দিন ধরে চলছে জুনিয়র চিকিৎসকদের ধর্নাবস্থান।
চিকিৎসক মৃত্যুর পর ১৪ আগস্ট প্রথম রাত দখলের অভিযান শুরু হয়। কলকাতা শহর তথা সম্পূর্ণ রাজ্য এবং ধীরে ধীরে গোটা দেশ এই বিচারের লড়াইতে একত্রিত হয়। সমস্ত রাজনৈতিক দল তথা মানুষেরাও এই লড়াইতে সামিল হয়। সে সময় বামেদের পক্ষ থেকেও মীনাক্ষী মুখার্জির তত্ত্বাবধানে এ আন্দোলনে যুক্ত ছিলেন বহু নেতা নেতৃত্ব।
প্রসঙ্গত ৯ই আগস্ট মীনাক্ষী মুখার্জী আরজিকরের জুনিয়র চিকিৎসকের তড়িঘড়ি নিয়ে যাওয়া শবদেহ গাড়ি আটকান। তবে ১৪ তারিখের রাত দখলে আর জি কর হাসপাতালে ভাঙচুর ও যে বহিরাগতদের হামলা হয় তার জন্যও ডাকা হয়েছিল মীনাক্ষী কে। আরজি করে প্রতিবাদের দিন ১৪ই আগস্ট রাত দখলে হাসপাতালের বাইরে যে ধুন্দুমার কাণ্ড হয় সেই বিষয়ে কে বা কারা বহিরাগতরা এসে এই আন্দোলনের উপরে হামলা চালায় সে বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে সিবিআই। সেই দিন মীনাক্ষী মুখার্জী ও ওই আন্দোলনে উপস্থিত ছিলেন। এবার সিবিআই তাকে তলব করেছেন জিজ্ঞাসাবাদের জন্য।
Be the first to comment