রোজদিন ডেক্স: আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। তবে ঘটনার ৮০ দিন পেরিয়ে গেলেও সুবিচার এখনও মেলেনি। তাই আন্দোলন থেকে সরে আসা তো দূর, প্রতিবাদের ঝাঁজ আরও বাড়িয়েছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার তাঁরা সিজিও অভিযান করেন। আর এই অভিযান থেকেই সিবিআই-এর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
নিম্ন আদালতে সিবিআই ইতিমধ্যে একটি চার্জশিট দিয়েছে। সেই চার্জশিট নিয়ে মোটেই খুশি নন জুনিয়র ডাক্তাররা। তাঁরা এদিন বলেন, এটাই যদি সিবিআই-এর প্রাথমিক চার্জশিট হয় তাহলে তা অত্যন্ত দুর্বল। এছাড়া এই চার্জশিটে অনেক ধোঁয়াশা রয়েছে, থেকে গেছে একাধিক প্রশ্নও। সেই উত্তর জুনিয়র ডাক্তাররা চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে।
সিজিও অভিযানের পর নিজেদের বক্তব্য রেখেছেন একাধিক জুনিয়র ডাক্তার। ডক্টরস ফ্রন্টের অন্যতম এক সদস্যই বলেন, ”সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে অপরাধ ঘিরে অনেক উত্তরই নেই। তাই আমরা বেশ কিছু প্রশ্ন করতে চাই সিবিআই-কে।” এই প্রেক্ষিতেই জানতে চাওয়া হয়, নির্যাতিতার অটোপসির নমুনা নেওয়ার পর তা অনেক দিন বাদে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। কেন এত দেরি? পাশাপাশি সঞ্জয় রায়কে ৯ তারিখ রাতে গ্রেফতার করা হলেও তার রক্ত মাখা জামাকাপড় বাজেয়াপ্ত করা হয়েছিল ১২ তারিখ। এখানেও কেন দেরি করা হল, সেই প্রশ্ন তোলা হয়েছে।
ঘটনার দিন নির্যাতিতার বাবা-মাকে হাসপাতালে ৩ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ রয়েছে। জুনিয়র ডাক্তারদের কথায়, চার্জশিটে বাবা-মা কখন হাসপাতালে পৌঁছেছিলেন তার উল্লেখ থাকলেও পরবর্তী ৩ ঘণ্টা কী হয়েছিল, কেন বসিয়ে রাখা হয়েছিল তার কোনও উত্তর মেলেনি। একই সঙ্গে, টালা থানায় কখন ঘটনা সম্পর্কে জানানো হয়েছিল, কলেজ কর্তৃপক্ষ কেন কোনও এফআইআর করেনি, তারও কোনও ব্যাখ্যা চার্জশিটে নেই বলেই দাবি করেছেন তাঁরা।
প্রশ্ন এখানেই শেষ নয়। নির্যাতিতার নখের নমুনা পরীক্ষা করা হয়েছে কিনা, তাতে সঞ্জয় রায়ের টিস্যু ছিল কিনা, অন্যদিকে নির্যাতিতার শরীরে যে তরল পদার্থ মিলেছিল তার পরীক্ষা হয়েছিল কিনা, হলে তাতে সঞ্জয় রায়ের ডিএনএ মিলেছে কিনা, এসবেরও ব্যাখ্যা সিবিআই চার্জশিটে নেই বলে দাবি। তারও উত্তর চেয়েছেন জুনিয়র ডাক্তাররা।
আরজি করে নির্যাতিতা যাতে সঠিক বিচার পান সেই দাবিতে ‘অভয়ামঞ্চ’ তৈরি করে ফের পথে নেমেছিলেন ডাক্তারা। পাশাপাশি আগামী ৪ নভেম্বর ‘দ্রোহের আলো জ্বালাও’ কর্মসূচির ডাকও দিয়েছেন তারা। ডাক্তাররা জানিয়েছেন, তাঁরা কোনওভাবেই আন্দোলন থেকে পিছিয়ে আসবে না। উল্টে দ্রুত মামলার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
Be the first to comment