চিরন্তন ব্যানার্জি:-
দুপুরে লালবাজার থেকে দুই চিকিৎসক ডাক্তার কুণাল সরকার এবং ডাক্তার সূবর্ণ গোস্বামী বেরিয় যেতেই বিকালে কলকাতা পুলিশের সদর দফতরে পৌঁছাল সিবিআইয়ের চার জনের প্রতিনিধি দল। কিছুক্ষণ থাকার পর একজন সিবিআই আধিকারিক বেরিয়ে যান, প্রায় এক ঘন্টা অতিক্রম হয়ে গেলেও ভিতরে ৩ জন সিবিআইয়ের আধিকারিক আছেন বলে জানা যাচ্ছে। কেন হঠাৎ সিবিআইয়ের দল লালবাজারে এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, সিবিআই নির্যাতিতার বাড়িতেও গিয়েছে পর পর দুবার। তদন্তভার নেওয়ার পরেই নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেখানে নির্যাতিতার মা-বাবার সঙ্গে কথা বলেছিলেন তাঁরা। তারপরে আবার সোমবার তাঁরা গিয়েছিলেন সেখানে। কথা বলেছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে তিনদিন ধরে লাগাতার আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে চলেছে। তারপরে আবার কিসের খোঁজে তারা লালবাজারে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Be the first to comment