নতুন সিবিআই অধিকর্তা নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সিলেকশন কমিটি । বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নয়া অধিকর্তার দৌড়ে রয়েছে ১২ জনের নাম। তালিকায় রয়েছেন বাঙালি অফিসার রীনা মিত্র। স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সচিব পদে কর্মরতা তিনি। এছাড়াও তালিকায় রয়েছেন গুজরাটের ডিজি শিবানন্দ ঝা, সিআইএসএফ-এর ডিজি রাজেশ রঞ্জন।
পাশাপাশি অধিকর্তার দৌড়ে রয়েছেন বিএসএফ ডিরেক্টর রজনীকান্ত মিশ্র, এনআইএ-র ডিজি ওয়াইসি মোদি মুম্বই-এর সিপি সুবোধ জয়সওয়াল।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে রাকেশ আস্থানা ও অলোক ভার্মাকে অপসারণ করার পর থেকেই সিবিআইয়ের নয়া অধিকর্তা নিয়োগ নিয়ে জল্পনা তুঙ্গে। দুই কর্তাকে তড়িঘড়ি অপসারণের বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরাও।
Be the first to comment