নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লিতে সিবিআইয়ের কেন্দ্রীয় দফতরে। শুক্রবার সিবিআই দফতর ঘেরাও করার কর্মসূচির কথা ঘোষণা করেছে কংগ্রেস। আরও কোনও রাজনৈতিক দল সেই কর্মসূচিতে যোগ দিলে অশান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। তাই যাতে কোনও রকম অপ্রীতিমূলক ঘটনা না ঘটে তার জন্যই এই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে বুধবার সিবিআই প্রধান অলোক বর্মা ও তাঁর ডেপুটি রাকেশ আস্থানা, দুজনকেই ছুটিতে পাঠানো হয়। একই সঙ্গে অলোক বর্মার ঘনিষ্ঠ ১৩জন অফিসারকেও বদলি করা হয়। পরিবর্তে, এম নাগেশ্বর রাওকে অন্তর্বতী সিবিআই ডিরেক্টর করা হয়। তেলেগু আইপিএস অফিসার নাগেশ্বর রাও তেলেঙ্গনার ওয়ারাঙ্গাল জেলার ১৯৮৬ সালের অফিসার ব্যাচ। এতদিন ওড়িশা ক্যাডারের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি।
সিবিআই প্রধান ও তাঁর ডেপুটি’র মধ্যে গোলমালের শুরু গত বছরেই। আস্থানাকে যখন সিবিআইয়ের স্পেশ্যাল ডিরেক্টর পদে প্রমোশন দেওয়া হয়, তখনই অলোক বর্মা আপত্তি জানিয়েছিলেন। মাসখানেক আগে সিবিআই আস্থানার বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত শুরু করে। আস্থানা পাল্টা অভিযোগ করেন, তিনি নন, বরং সিবিআই ডিরেক্টরই ওই ব্যবসায়ীর থেকে দু কোটি টাকা ঘুষ নিয়েছেন।
বিরোধীরা অভিযোগ করে, সরকার আস্থানাকে বাঁচাতে চেষ্টা করছে। কারণ তিনি গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেন, তিনি মোদীর অত্যন্ত প্রিয়পাত্র। তাই তাঁর নামে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে সিবিআইয়ের দায়িত্বপূর্ণ পদে বসানো হয়েছিল।
Be the first to comment