প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা! বিজেপির চক্রান্ত দাবি কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মাদক কাণ্ডে নাম জড়াল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর ছেলের। সে কারণে বুধবার সাত সকালে সিবিআই হানা দিল ভুপেশ বাঘেল ও তাঁর ছেলে চৈতন্যের বাড়িতে। বাঘেলের ভিলাই এবং রায়পুরের বাড়িতে চলছে জোর কদমে তল্লাশি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন রায়পুরের বাড়িতে। এখন দেখার তল্লাশি অভিযান কতক্ষণ ধরে চলে।
চলতি মাসে বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকেরা। তল্লাশি চলাকালীন উদ্ধার হয়েছিল ৩৩ লক্ষ টাকা। উদ্ধার হওয়া এই টাকা নিয়ে বাঘেল বলেছিলেন, ৩৩ লক্ষ টাকা ফসল বিক্রি করে রেখেছিলেন। যদিও তাঁর জবাবে মোটেও খুশি হননি গোয়েন্দা আধিকারিকেরা। এবার ফের তাঁর বাড়িতে পা পড়ল সিবিআই-এর।
কংগ্রেসের তরফে বিবৃতি দিয়ে সুশীল আনন্দ শুল্কা বলেছেন, ‘বিজেপির মোদি সরকার কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই পাঠিয়েছে। এজেন্সি লাগাতার হেনস্থা করছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ভূপেশজির ভাবমূর্তি নষ্ট করার ব্যর্থ চেষ্টা এটা বিজেপির। রাজ্যের বিজেপি সরকার প্রমাণ করছে যে তারা রাজ্য চালাতে ব্যর্থ, তাই এই ধরনের ইস্যু তৈরি করে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর চেষ্টা করছে। প্রথমে ইডি, তারপর সিবিআই, তদন্তকারী সংস্থাগুলি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে।’
প্রসঙ্গত উল্লেখ্য, মাদক কাণ্ড ছাড়াও লটারি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বাঘেলের বিরুদ্ধে। ক্ষমতায় থাকাকালে সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে বেআইনিভাবে মদের লাইসেন্স বিলি করেছেন তিনি, এমন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*