সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ‘ক্লোজার রিপোর্ট’ জমা করলো সিবিআই

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় ‘ক্লোজার রিপোর্ট’ জমা পড়ল। দুটি মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একটি মামলা দায়ের করেছিলেন বলিউড অভিনেতার বাবা। অপরটি দায়ের করেছিলেন রিয়া চক্রবর্তী।

আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত, জানিয়ে দিল সিবিআই। পাঁচ বছর কেটে গিয়েছে সুশান্তের মৃত্যুর। কিন্তু ধোঁয়াশা ছিল অভিনেতার মৃত্যু নিয়ে। শনিবার মুম্বই আদালতকে সিবিআই এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মুম্বাইতে তাঁর বাড়িতে মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে একটি ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে। যেখানে মৃত্যুর কারণ আত্মহত্যা বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় সংস্থা। সুশান্তকে ১৪ জুন, ২০২০ তে বান্দ্রায় তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলে মনে হয়েছিল। কিন্তু পরে তদন্ত সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। এবার যার চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে সংস্থা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের দেহ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে দুটি মামলার তদন্ত করছিল সিবিআই। বিহারের পুলিশের কাছে একটি মামলা দায়ের করেছিলেন সুশান্তের বাবা কেকে সিং। তিনি অভিযোগ করেছিলেন যে তাঁর ছেলেকে আত্মহত্যার দিকে ঠেকে দিয়েছেন রিয়া এবং তাঁর পরিবারের সদস্যরা। ১৫ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে।
আর দ্বিতীয় মামলাটি দায়ের করেছিলেন রিয়া। তিনি অভিযোগ করেছিলেন, সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং এবং দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের একজন চিকিৎসক নাকি কোনও পরামর্শ ছাড়াই বলিউড অভিনেতাকে মানসিক রোগের ওষুধ দিয়েছেন। ব্যবহার করেছেন জাল প্রেসক্রিপশন। যদিও সিবিআইয়ের এক আধিকারিক বলেছেন, ‘দুটি মামলাতেই ষড়যন্ত্রের কোনও প্রমাণ মেলেনি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*