প্রকাশিত হল CBSEর ফল

Spread the love

বিশেষ প্রতিনিধি,

২০১৮ সালে পাশের হারে সবচেয়ে এগিয়ে কেরালা৷ পাশের হার ৯৭.৩২ শতাংশ৷ দ্বিতীয় স্থানে তামিলনাডু৷ পাশের হার ৯৩.৮৭ শতাংশ৷ তৃতীয় স্থানে দিল্লি৷ পাশের হার ৮৯ শতাংশ৷ এবছর পাশের হার বেড়ে হয়েছে৮৩.০১ শতাংশ৷ গত বছর যা ছিল ৮২.০২ শতাংশ৷ দেশব্যাপী CBSE পরীক্ষায় রেকর্ড পাশের হার এবছর মোট পাশ ৯৪.৯৪ শতাংশ৷ পরীক্ষা দিয়েছিলেন ১১,৮৬,৩০৬ জন পরীক্ষার্থী৷ ৫ মার্চ থেকে ১৩ এপ্রিল চলে পরীক্ষা৷ তবে, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে অর্থনীতি পরীক্ষাটি পুনরায় ২৫ এপ্রিল হয়৷

এ বছরে CBSE তে শীর্ষ স্থানে দিল্লির মেঘনা শ্রীবাস্তব৷ তার প্রাপ্ত নম্বর ৪৯৯৷ মোট ৫০০ য় ৪৯৯ পেয়ে শীর্ষে মেঘনা৷ মেধনার পরেই রয়েছেন উত্তরপ্রদেশের অনুষ্কা চন্দ্র৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮ ৷ এরপরই ৪৯৭ পেয়েছেন মোট সাত পরীক্ষার্থী৷

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, রেজাল্ট পরবর্তী কাউন্সিলিং শুরু হবে আজ থেকে, চলবে ৯ জুন পর্যন্ত৷ প্রত্যেকদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে কাউন্সিলিং৷ CBSE বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের পরীক্ষা সর্ম্পকিত যাবতীয় সমস্যার সমাধানই এই কাউন্সিলিংয়ের মূল উদ্দ্যেশ্য৷ কাউন্সিলিংটি করা হবে একেবারে বিনামূল্যে৷

পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন বোর্ডের সাইট cbseresults.nic.in, cbse.nic.in এবং results.nic.in. র থেকে৷ ওয়েবসাইট ছাড়াও রেজাল্ট জানা যাবে উমাঙ্গ অ্যাপ এবং SMS র মাধমে৷ রেজাল্ট জানতে ফলো করুন স্টেপসগুলি- cbseresults.nic.in-CBSE 12th রেজাল্ট লিঙ্ক-রোল নম্বর এবং জন্মতারিখ-সাবমিট-রেজাল্ট৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*