শুধু মুখস্ত বিদ্যা নয় , এবার থেকে ছাত্র-ছাত্রীদের মেধার মাপ করে নেবে পরীক্ষাপদ্ধতি

Spread the love

আর শুধু মুখস্ত বিদ্যা নয় , এবার থেকে ছাত্র-ছাত্রীদের মেধার মাপ করে নেবে পরীক্ষাপদ্ধতি ৷ পরীক্ষায় মেপে নেওয়া হবে অ্যানালিটিকাল স্কিল ৷

এমনটাই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয়মন্ত্রক ৷ দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডরি এডুকেশন বা CBSE ভাবনা চিন্তা চালাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্রে বড়সড় রদবদল আনার ৷ যার জেরে বদলে যাবে ক্লাস ১০ ও ১২-র প্রশ্নপত্র ৷ ২০২০ থেকে এই বদলে যাওয়া প্যাটার্নে পরীক্ষা হবে ৷

দুটি ভাগে পরীক্ষা নেওয়ার ভাবনা হচ্ছে ৷ একটিতে থাকবে ভোকেশনাল বিষয়গুলি ও অন্যটিতে থাকবে নন ভোকেশনাল বিষগুলি ৷ যেহেতু ভোকেশনাল বিষয় নিয়ে পড়াশুনো খুব মানুষ করেন তাই পরীক্ষার্থীর সংখ্যাও খুবই কম ৷ তাই এই বিষয়গুলির পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে আর বাকি পরীক্ষাগুলি শেষ হবে ১৫ মার্চের মধ্যে।

নতুন এই পরীক্ষাপদ্ধতিতে দ্রুত পরীক্ষার ফল বার করা থেকে তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করা, ভোকেশনাল বিষয়ের পরীক্ষা নেওয়া সবকিছুই থাকবে ৷
 পরীক্ষার্থীদের মুখস্ত উত্তর লেখার থেকে নিজেদের সলভিং স্কিল বেশি কার্যকর করতে হবে ৷ আরও বেশি কম নম্বরের প্রশ্ন থাকবে ৷ ১ থেকে ৫ নম্বরের প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে ৷ এমনটাই জানিয়েছে হিউম্যান রিসোর্স মন্ত্রকের আধিকারিক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*