সিবিএসই-র প্রশ্নফাঁসকাণ্ড নিয়ে সরগরম গোটা দেশ। এদিকে, সিবিএসই-র প্রশ্নফাঁসকাণ্ডের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, আর কত লিক? ডেটা ফাঁস, আধার তথ্য ফাঁস, এসএসসি, নির্বাচনের তারিখ ফাঁস আর এবার সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস। সবকিছুই ফাঁস হয়ে যাচ্ছে। তারপরই রাহুল বলেন, পাহারাদার বড়ই দুর্বল। কোনও কিছুর ওপরই নিয়ন্ত্রণ নেই।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ দিল্লি সরকার দাবি করে, তাদের কাছে সিবিএসই কর্তৃপক্ষ অভিযোগ জানায়, দ্বাদশ শ্রেণির অ্যাকাউনটেন্সির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যদিও পরে বোর্ড সেকথা অস্বীকার করে। এরপর পড়ুয়ারা যখন অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা বলে, তখনও অস্বীকার করে বোর্ড। তবে তারপর বোর্ড দশম শ্রেণির অঙ্ক এবং দ্বাদশ শ্রেণির অর্থনীতির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কথা বলে ফের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে।
এর জেরে বিপাকে পড়ে লক্ষাধিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের হয়রানির জন্যে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন অরবিন্দ কেজরীবাল। এমনকি যাদের জন্যে এই অচলাবস্থা, তাদের এই গাফিলতির দায়ে নিতে হবে বলেও টুইটে দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
Be the first to comment