
রোজদিন ডেস্ক, কলকাতা :- সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে। সোমবার বোর্ড দু’টি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা সিবিএসই-র ওয়েবসাইট cbse.gov.in থেকে তাঁদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দশম শ্রেণির পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। নির্ধারিত দিনগুলিতে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। এ বছর আট হাজার স্কুলের প্রায় ৪৪ লক্ষ পরীক্ষার্থী দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
স্কুল কর্তৃপক্ষকে cbse.gov.in ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে। সেখান থেকে যেতে হবে সঙ্গম পোর্টালে। স্কুল চিহ্নিত করে সেখান থেকে অ্যাডমিট কার্ড এবং পরীক্ষাকেন্দ্রের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
Be the first to comment