প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল, আবারও জয়জয়কার মেয়েদের

Spread the love
বিশেষ প্রতিনিধি, 
সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো ৷ এবছর মোট ১৬ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে পাশের হার ৮৬.‌৭ শতাংশ।
আবারও মেয়েদের জয়জয়কার, ছেলেদের তুলনায় মেয়েদের ফল অপেক্ষাকৃত ভালো। ৮৮.‌৬৭ শতাংশ মেয়ে পাস করেছে। সেখানে ছেলেদের পাসের হার ৮৫.‌৩২ শতাংশ। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে একসঙ্গে চার পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুর একটা নাগাদ ফল প্রকাশ করে সিবিএসই। শীর্ষ স্থানে রয়েছে গুরগাঁওয়ের প্রখর মিত্তল, উত্তরপ্রদেশের বিজনোরের রিমঝিম অগরওয়াল এবং সাংলির নন্দিনী গর্গ। এ ছাড়াও শীর্ষ স্থানে রয়েছে কেরলের কোচির শ্রীলক্ষ্মী জি। দশমের ফলে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা। ৯৫ শতাংশের বেশি পেয়েছেন মোট ২৭, ৪৭৬ পড়ুয়া।
সব থেকে বেশি পাশের হার তিরুঅনন্তপুরম অঞ্চলে। সেখানে পাশ করেছে ৯৯.৬০ শতাংশ পড়ুয়া। ৯৭ শতাংশের কিছু বেশি সফলতার হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। তৃতীয় স্থানে রয়েছে অজমের। সেখানে পাশের হার ৯১ শতাংশের কিছু বেশি। চতুর্থ স্থানে থাকা দিল্লির পাশের হার ৭৮ শতাংশের কিছু বেশি।
ফল জানা যাচ্ছে সিবিএসইর নিজস্ব ওয়েবসাইটে- www.cbse.nic.in। এ ছাড়াও আরও যে দুটি ওয়েবসাইট থেকে ফল জানা যাচ্ছে সেগুলি হল www.cbseresults.nic.in এবং www.results.nic.in

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*