প্রকাশিত হল সিবিএসইর দশম শ্রেনীর ফলাফল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রকাশিত হল সিবিএসইর দশম শ্রেনীর ফলাফল। নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা আগেই হল ফলপ্রকাশ। ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম স্থানে চারজন। চারজনের মধ্যে তিনজনই ছাত্রী। প্রথম স্থানে রয়েছে ডিপিএস, গুরুগ্রামের প্রখর মিত্তল। আরপি পাবলিক স্কুল, বিজনৌরের রিমঝিম অগ্রবাল ,সামলির স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের নন্দিনী গর্গ এবং কোচির ভবনস বিদ্যালয়ের শ্রীলক্ষ্মী জি। ৪৯৮ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ৭ পড়ুয়া। জানা গিয়েছে, ছাত্রদের পাসের হার ৮৫.৩২ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৮.৬৭শতাংশ।
এদিকে মোট নম্বরের থেকে ৪ নম্বর কম পেয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম ডিপিএস রুবি পার্কের সৌরিৎ সরকার। রাজ্যের সম্ভাব্য দ্বিতীয় সাউথ পয়েন্টের ঐশ্বর্য ঘোষ, প্রাপ্ত নম্বর ৪৯৪।
সৌরিৎ ও ঐশ্বর্যের পাশাপাশি রাজ্যের মুখ উজ্জ্বল করেছে আরও অনেক পড়ুয়া।

এ বছর প্রায় ১৭ লক্ষ পড়ুয়া সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল ৷ দশম শ্রেণির পরীক্ষা হয় দেশের মধ্যে ৪ হাজার ৪৫৩টি কেন্দ্রে এবং দেশের বাইরে ৭৮টি কেন্দ্রে।

সিবিএসই’তে কৃতি এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি ট্য়ুইটারে লেখেন, সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষায় যে সমস্ত পড়ুয়া দারুণ ফল করেছে, কিংবা উত্তীর্ণ হয়েছে, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা ৷ ভবিষ্যতের জন্য় তোমাদের সবাইকে অনেক শুভ কামনা ৷ তোমাদের শিক্ষক এবং পরিবারকেও শুভেচ্ছা জানাই ৷

রেজাল্ট জানা যাবে যেভাবে-

cbse.nic.in ওয়েবসাইটে ঢুকতে হবে ৷ সেখানে গিয়ে cbse 10th result 2018 লিঙ্কে ক্লিক করতে হবে ৷ সেখানে গিয়ে রোল নম্বর দিতে হবে ৷ এবার রেজাল্টের কপি ডাউনলোড করতে হবে ৷ আর যে যে ওয়েবসাইটে জানা যাবে ফলাফল-

cbse.nic.in

cbse.examresults.net

result.ntc.in/index

cbseresults.nic.in

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*