ছবি সৌজন্যে- (এএনআই)
সিসিটিভি ফুটেজ থেকে বুরারির একই পরিবারের ১১ জনের মৃত্যুর আরও তথ্য মিলেছে। ওই বাড়ির বাইরে লাগানো সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে, ওই পরিবারের কেউ কেউ টুল আর তার নিয়ে আসছে। ফুটেজে দেখা যাচ্ছে, ভাটিয়া পরিবারের বড় বউ সবিতা তার মেয়ের সঙ্গে পাঁচটি টুল নিয়ে আসছে। এই টুলগুলোই পরে আত্মহত্যার কাজে ব্যবহৃত হয়েছে। রাত সওয়া দশটা নাগাদ ধ্রুব আর শিবমকে তাদের প্লাইউডের দোকান থেকে তার নিয়ে আসতে দেখা যাচ্ছে। এই তারও ব্যবহার হয়েছে গণ আত্মহত্যায়।
এরইসঙ্গে পুলিশ ১১ বছর ধরে সংরক্ষণ করা ১১টি ডায়েরিও হাতে পেয়েছে। ওই ডায়েরির লেখার সঙ্গে তাদের আত্মহত্যার বর্ণনা মিলে যাচ্ছে। যেমন ডায়েরিতে বলা আছে, কাপে জল রাখো। যখন জলের রং বদলাবে তখন বেঁচে যাবে। পরিবারটি মরতে চায়নি। তারা আশা করেছিল, মাটি কেঁপে উঠবে। আকাশে বজ্রপাত হবে। তারপরই তারা বেঁচে উঠবে। তবে পুলিশ জানাচ্ছে, যে ১১টি ডায়েরি পাওয়া গিয়েছে, তার সঙ্গে আত্মহত্যার সম্পর্ক নেই। তা নেহাতই কাকতালীয়।
Be the first to comment