আগামী ১ ফেব্রুয়ারি বেলা এগারোটায় পেশ করা হবে এবারের কেন্দ্রীয় সরকারের বাজেট। তার আগে ২৯ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত কয়েবছর থেকেই কেন্দ্রকীয় বাজেটের সঙ্গেই পেশ হচ্ছে রেলবাজেটও, এবারও তাই হবে।
বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।এবারই প্রথম বাজেট পেপার ছাপা হচ্ছে না। করোনার জন্য এবার তা হবে ডিজিটাল। নিয়মমতো হালুয়া অনুষ্ঠান হবে বাজেটের দশদিন আগে, বাজেট বই ছাপার আগে বরাবরই এই অনুষ্ঠান হয়ে থাকে। সংসদের ৭৫০ জন সদস্যকে দেওয়া হবে এই বাজেটের সফট কপি।
Be the first to comment