লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। অন্যদিকে, অক্সিজেনের অভাবে রোজ সংকট বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার সকাল ১১টা নাগাদ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মোদী। দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক বলে খবর। শুক্রবারের বৈঠক থেকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, সেদিকে নজর থাকবে দেশের।
দেশে অক্সিজেন ও রেমডেসিভিরের ঘাটতি মেটাতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। ঘাটতি পূরণে সরকার যে গুরুত্ব সহকারে কাজ করেছে, বৃহস্পতিবার সেই বার্তা দিল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সাত লাখেরও বেশি ডোজের রেমডেসিভির পেতে চলেছে ভারত।
Be the first to comment