রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট করাতে প্রথম দফাতেই রেকর্ড সংখ্যক আধাসেনা মোতায়েন করছে নির্বাচন কমিশন। এবার প্রথম দফাতেই ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্যে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার ভোট প্রথম দফায় মোট ৩০ কেন্দ্রে ভোটগ্রহণের জন্য মোতায়েন করা হচ্ছে ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ দশ হাজার বুথের জন্য সত্তর হাজার বাহিনী। এটি একটি রেকর্ড।
গত বিধানসভা নির্বাচনে ভোট হয়েছিল ৭ দফায়। সেবার সবকটি দফার জন্য মোতায়েন করা হয়েছিল মোট ৭২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৫ মার্চের মধ্যে রাজ্যে চলে আসছে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৭ মার্চ প্রথম দফার ভোট গ্রহণের আগেই ওই সংখ্যা হবে ৭০৫।
Be the first to comment