লোকসভা ভোটে রাজ্যে ৬০০-৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত এই খবর পাওয়া গেছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, মালদা, পশ্চিম বর্ধমানে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। মূলত ভোটারদের আস্থা বাড়ানোর কাজ করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সূত্রের খবর, রাজ্যের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোটকেন্দ্রের একদম ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। সেখানে রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হবে না। ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশকে রাখা হবে। পাশাপাশি, রাজ্যে এবার মোট বুথসংখ্যা ৭৮ হাজার ৭৯২টি। পোলিং স্টেশন সংখ্যা ৫৩ হাজার ৭০১টি। ভোটার সংখ্যা ৬ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৮৬৮ জন। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর।
Be the first to comment