সামনেই বিধানসভা ভোট ৷ সরগরম রাজ্য রাজনীতি৷ বসে নেই নির্বাচন কমিশনও৷ ২০২১ বিধানসভা ভোটে রাজ্যে আসতে পারে ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর ৷ গত লোকসভা নির্বাচনে রাজ্যে এসেছিল ৭৪৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ কিন্তু এবার বিধানসভা নির্বাচনে তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে৷ অভিযোগ, বিগত দিনের নির্বাচনগুলিতে ভোটের দিন রাজ্যে বিক্ষিপ্ত কিছু হিংসাত্মক ঘটনা ঘটেছে ৷
তবে এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন৷ বিরোধীদের দাবি অনুযায়ী তিন মাস আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো সম্ভব নয়ে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন ৷ তবে নির্বাচনের অনেক আগেই এবার রাজ্যে এসে পৌঁছতে পারে কেন্দ্রীয় বাহিনী৷ এমনটা ইঙ্গিত দিয়েছে কমিশন ৷
করোনা পরিস্থিতিতে ভোট করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন ৷ জানা গিয়েছে এবার মূল বুথের সংখ্যা ৭৮,৯০৩টি ৷ তবে যে সব বুথে ভোটারের সংখ্যা বেশি সেখানে একই প্রেমিসেসে তৈরি করা হবে অতিরিক্ত বুথ৷ খুব স্বাভাবিক ভাবেই বুথের সংখ্যা বেড়ে বুথের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৭৯০টি। ফলে এই ক্ষেত্রেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাটাও যে বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না ৷
ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ৷ তারপর তারা দিল্লিতে রিভিউ মিটিং করেন ৷ তার আগে রাজ্যের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন দু’বার রাজ্যে এসে বিভিন্ন স্তরে বৈঠক করেছেন ৷
কয়েকমাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন৷ সূত্রের খবর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে আগামী ৫ মে-র আগে রাজ্যে ভোট মিটিয়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন৷ করোনা আবহে ৬ থেকে ৭ দফায় নির্বাচন করানোর পরিকল্পনায় রয়েছে নির্বাচন কমিশনের।
এদিকে আজ সোমবার জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। এই বছর একাদশতম বর্ষে পড়ল জাতীয় ভোটার দিবস উদযাপন। ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ভোটদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতেই জাতীয় ভোটার দিবস পালন করে নির্বাচন কমিশন।
Be the first to comment