অষ্টম দফায় রাজ্যে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বাড়তি নজর বীরভূমে

Spread the love

রাত পোহালেই অষ্টম দফা নির্বাচন ৷ রাজ্যের চার জেলায় মোট ৩৫টি আসনে ভোটগ্রহণ ৷ মোট বুথ রয়েছে ১১ হাজার ৮৬০ টি। জেলাভিত্তিক বুথ সংখ্যার মধ্যে বীরভূমে রয়েছে ৩ হাজার ৯০৮ টি বুথ , মালদায় ২ হাজার ৭৩ টি , মুর্শিদাবাদ জেলায় রয়েছে ৩ হাজার ৭৯৬ টি এবং উত্তর কলকাতায় রয়েছে ২ হাজার ৮৩ টি বুথ ৷


এই শেষ দফায় রাজ্যে মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা হল ৭৫৩ কোম্পানি । এর মধ্যে ভোটের কাজে ব্যবহার করা হবে ৬৪১ কোম্পানি । জানা গিয়েছে, বীরভূম জেলায় থাকছে ২২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী , কলকাতা উত্তরে থাকছে ৯৫ কোম্পানি , মালদায় ১১০ কোম্পানি এবং মুর্শিদাবাদে থাকছে ২১২ কোম্পানি বাহিনী।

অষ্টম দফার নির্বাচনে ইতিমধ্যেই নজরবন্দি করা হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে । এবার নির্বাচন কমিশনের তরফে বীরভূম নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে ।

তন্ময় মুখোপাধ্যায় সহ সুমন কান্তি ঘোষ, নির্মল কুমার দাস, বিশ্বজিৎ নস্কর, কুদরতে খোদা ও শীর্ষেন্দু দাস এই ছ’জন পুলিশ আধিকারিককে আপাতত বদলি করা হয়েছে বীরভূমে। আজ থেকে শুক্রবার পর্যন্ত তাঁদের বীরভূমের পুলিশ সুপারের সঙ্গেই কাজ করতে হবে বলে কমিশন সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*