বাজেটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ চলতি বছরের এপ্রিল থেকেই লাগু সপ্তম বেতন কমিশনের সুপারিশ ৷ গত বছরই সপ্তম কমিশনের একাধিক সুপারিশে অনুমোদন দিয়েছে ক্যাবিনেট ৷ এপ্রিল থেকে একলাফে অনেকটাই বাড়বে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ন্যূনতম সাত হাজার টাকা থেকে মাসিক ১৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ মাসিক বেতন ৯০,০০০টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২.৫ লক্ষ টাকা । ক্যাবিনেট সেক্রেটারিদের বেতন ২.২৫ লাখ টাকা থেকে বেড়ে হবে ২.৫ লাখ টাকা ৷
এর আগে বেতন হার নিয়ে অখুশি কর্মী সংগঠন ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা করার দাবি জানিয়েছিল ৷ এই দাবিপূরণের জন্য তারা লাগাতার ধর্মঘটেরও হুমকি দেয় ৷
Be the first to comment