বিগত কিছু দিন ধরেই সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত ও সম্প্রচারিত কন্টেন্টের উপর নিয়ন্ত্রণের দাবি উঠেছিল। শেষমেশ সেই বিষয়েও রাশ টানতে একপ্রকার বাধ্য হল কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে ওটিটি ও সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য নতুন নির্দেশিকা জারি করা হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং রবিশঙ্কর প্রসাদ একটি সাংবাদিক বৈঠক করে সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের এই নয়া নির্দেশিকা জারি করলেন। সেখানে তাঁরা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে, ওটিটি প্ল্যাটফর্মের জন্য ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। যদিও ডিজিটাল মিডিয়াগুলিকে এখনই সরকারি ভাবে নথিভুক্ত করা হচ্ছে না।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক ভাষা যথেচ্ছ ভাবে ব্যবহার করা হচ্ছে। তবে এখন থেকে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিজনক বিষয়বস্তু সরকার অনুমোদন করবে না।’
Be the first to comment