কেন্দ্রীয় সরকারের নয়া উদ্যোগ, আড়াই টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন

Spread the love

বিশ্ব নারী দিবসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করলেন, এবার মাত্র আড়াই টাকায় এবার পাওয়া যাবে স্যানিটারি ন্যাপকিন। তাও আবার সাধারণ নয়, এই স্যানিটারি ন্যাপকিন হবে পরিবেশ বান্ধব৷ যাকে মেডিক্যালের ভাষায় বায়োডিগ্রেডেবল বলা হয়ে থাকে। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ ন্যাপকিন ব্যবহারের পরে সাধারণত তা উন্মুক্ত কোনও জায়গায় ফেলে দেওয়া হয়ে থাকে৷ যা পরিবেশকে দূষিত করে৷ তবে কেন্দ্রের আনা এই নতুন ন্যাপকিন একেবারেই পরিবেশ বান্ধব৷ এই ন্যাপকিন একেবারেই মাটিতে মিশে যাবে এবং পরিবেশের কোনওরকম ক্ষতি করবে না !

প্রধানমন্ত্রী ভারতীয় জনওযুধি পরিযোজনা কেন্দ্রগুলিতে এই স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাবে। চারটি প্যাডের প্যাকেটের দাম হবে মাত্র ১০ টাকা। সারা দেশের ৩,২০০ টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা কেন্দ্রে আগামী ২৮ মে থেকে পাওয়া যাবে।

বিশেষ করে গ্রামীন এলাকা ও পিছিয়ে পড়া মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*