মোদি সরকার ক্ষমতায় আসার পর সরকারি মামলার খরচ বেড়েছে তিনগুণ

Spread the love

মোদি সরকার ক্ষমতায় আসার পর সরকারি মামলার খরচ বেড়ে গিয়েছে তিনগুণ। সুপ্রিম কোর্টে সরকারের বিরুদ্ধে করা মামলার পিছনে খরচ গত তিনবছরে হু হু করে বেড়েছে। ২০১৪-২০১৫ সালে মামলার খরচ ছিল ১৫ কোটি ৯৯ লাখ টাকা। ২০১৭-২০১৮ সালে তা দাঁড়িয়েছে ৪৭ কোটি ৯৯ লাখ টাকায়। প্রায় তিনগুণ। সরকারের নিজের পরিসংখ্যানেই জানা গিয়েছে এই তথ্য। এই টাকা খরচ হয়েছে আইনজীবীদের ফি ও অন্যান্য খরচ মেটাতে। সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় এজেন্সি শাখার কাছে সরকার এই টাকা দিয়েছে। প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এর আগে বহুবার মামলার পিছনে টাকা খরচ কমানোর কথা বলেছেন। নীতিগতভাবেই এই সিদ্দান্ত। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। আদালতে জমা মামলার ৪৬ শতাংশই হল কেন্দ্র ও রাজ্যের সরকারের আইন, বিচার ও অন্য দফতরের মামলা। গতবছর রবিশঙ্কর প্রসাদ তাঁর মন্ত্রিসভার সব সহকর্মী ও সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে এ ব্যাপারে চিঠিও লিখেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*