১ সেপ্টেম্বর থেকে ধূমপানের বিধিবদ্ধ সতর্কবার্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

Spread the love

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’। সিনেমা হল থেকে শুরু করে সিগারেটের প্যাকেট, সব জায়গায় দেখা যায় এই সতর্কবার্তা। এ বার এই বার্তাকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ১ সেপ্টেম্বর থেকে আরও বাড়ানো হবে এই বিধিবদ্ধ সতর্কবার্তা।

২০০৮ সালের এপ্রিল মাসে সংবিধান সংশোধনীর মাধ্যমে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, দুটো পর্যায়ে এই তামাকজাত দ্রব্য সম্বন্ধে সতর্কবার্তা দেওয়া হবে। প্রথম পর্যায় কার্যকর হবে ১ সেপ্টেম্বর ২০১৮ থেকে। দ্বিতীয় পর্যায় কার্যকর হবে ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে। প্রথম পর্যায়ে তামাকজাত দ্রব্যের প্যাকেটে ৮৫ শতাংশ ছবির মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হবে।

সমস্ত তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে যেসব তামাকজাত দ্রব্য বাজারে আসবে তাদের প্যাকেটে যেন এই নতুন বিধিবদ্ধ সতর্কবার্তা লেখা থাকে। এ ব্যাপারে যেন কোনও রকমের গাফিলতি না হয়, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, যদি এই নিয়ম না মানা হয়, বা কোনও সময় অবহেলা করা হয়, তাহলে সেই ব্যক্তি বা কোম্পানির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেশের মানুষ বিশেষত যুব সমাজকে তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে দূরে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।

প্রসঙ্গত, ভারতে ২৬ শতাংশ মৃত্যুর কারণ হলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকজাত দ্রব্যের সেবন। বর্তমানে ভারতে প্রায় ২৮ কোটি মানুষ বিভিন্ন পদ্ধতিতে তামাকজাত দ্রব্য নিয়ে থাকে। এই প্রবণতা ভারতের যুব সমাজ বিশেষত মেয়েদের মধ্যে বাড়ছে। এখন ঠিকমতো ব্যবস্থা না নিলে পরে তা ভয়াবহ আকার নিতে পারে।

আর ব্যবস্থা বলতে একমাত্র রয়েছে সচেতনতা। তাই তামাকজাত দ্রব্যের উপর ছবির মাধ্যমে যদি সচেতন করা যায়, তাহলে এই প্রবণতা কমানো যাবে বলেই আশা স্বাস্থ্য মন্ত্রকের। তাই তাঁরা ১ সেপ্টেম্বর থেকে নতুন সতর্কবার্তা জারি করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*